তিনটি এশিয়া কাপ অনুষ্টিত হবে পাঁচ বছরে


আইসিসির প্রস্তাবিত ফিউচার ট্যুর প্রোগ্রামে আগামী ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত এশিয়া কাপের জন্য আলাদা জানালা রাখা হয়েছে। সেই সূচি অনুযায়ী পাঁচ বছরে অনুষ্ঠিত হবে তিনটি এশিয়া কাপ। ২০১৮, ২০২০ ও ২০২২ সালে ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আগামী তিন এশিয়া কাপ। এই টুর্নামেন্টের ম্যাচগুলি আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত হবে না। স্বতন্ত্র টুর্নামেন্ট হিসেবে থাকবে।




২০১২, ২০১৪ ও ২০১৬, সর্বশেষ তিনটি এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে। আগামী এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়। বাকি দুটির স্বাগতিক নিশ্চিত নয় এখনও। বরাবরই ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট হলেও গত আসর থেকে বদলে দেছে এশিয়া কাপের ফরম্যাট। ঠিক হয়েছে, আইসিসি বিশ্বকাপের সঙ্গে তাল রেখে ঠিক হবে এশিয়া কাপের সংস্করণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০১৬ সালে তাই এশিয়া কাপ হয়েছে টি-টোয়েন্টি সংস্করণে।

তবে, ২০১৯ বিশ্বকাপের আগে এশিয়া কাপ হবে ওয়ানডে। আবার ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ২০২০ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে।

No comments

Powered by Blogger.