পারলেন না মাহমুদউল্লাহ রিয়াদ

প্রথমবারের মতো কোনো ত্রিদেশীয় সিরিজের শিরোপা জেতার সুযোগ ছিল বাংলাদেশের। এর আগে এশিয়া কাপের ফাইনালে উঠেও পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। এবারো ফাইনালে উঠেছিল স্বাগতিকরা। তবে, শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের মঞ্চে লাল-সবুজরা হেরেছে ৭৯ রানের ব্যবধানে।

জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ২২২ রান। স্বাগতিকরা ৪১.১ ওভারে সব উইকেট হারিয়ে তোলে ১৪২ রান। প্রায় একাই লড়ে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ৭৬ রান করেন।


৪২তম ওভারের প্রথম বল। মোস্তাফিজের বলটা অফে ঠেলেই সিঙ্গেল নিতে দৌঁড়ালেন চান্দিমাল। সাকিব আল হাসান এক্সট্রা কাভার থেকে দৌঁড়ে এসে লাফিয়ে চেষ্টা করলেন বলটা ধরার। কিন্তু বল হাতের নিচ দিয়ে চলে গেছে, চান্দিমাল-গুনারত্নে নিয়েছেন সহজ একটা সিঙ্গেল। কিন্তু সেটা করতে গিয়েই যে চোট পেয়েছেন, তাতে সাকিব আল হাসানকে যেতে হয়েছে হাসপাতালে। সাকিব খেলতে পারলে খেলাটা অন্যরকম হতে পারতো । 

#যেটা হলো না সেটা না হওয়া থাক
#এইবার না হলে পরে বার হবে 

No comments

Powered by Blogger.