শ্রীলঙ্কা বড় ব্যবধানে হারালো বাংলাদেশ


বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৩২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ৩২.২ ওভার ব্যাট করে ১৫৭ রানেই গুটিয়ে গেছে। লাল-সবুজদের জয়টি ১৬৩ রানের বিশাল ব্যবধানে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে মিশন শুরু করা টাইগাররা এবার উড়িয়ে দিলো লঙ্কানদের। বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবার নিজ দেশ শ্রীলঙ্কার কোচিংয়ের দায়িত্ব নিয়ে সাবেক ছাত্রদের বিপক্ষে বর্তমান শিষ্যদের পরাজয় দেখলেন।
দলীয় ২ রানের মাথায় কুশল পেরেরাকে ফিরিয়ে দেন নাসির হোসেন। এরপর উইকেট শিকারে যোগ দেন মাশরাফি। উপুল থারাঙ্গা ২৫ রানে সাজঘরে ফেরেন। দলীয় ৪৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় লঙ্কানরা। দলীয় ১৪তম ওভারে আবারো মাশরাফি আঘাত হানেন। ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে। ব্যক্তিগত ১৯ রান করে রুবেল হোসেনের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ৬২ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।







No comments

Powered by Blogger.