আইপিএলে নতুন ঠিকানায় মুস্তাফিজুর রহমান

Harsha Bhogle-mustafizur rahman

প্রথম দুই মৌসুমে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। এবার এবার সানরাইজার্স রাখেনি মোস্তাফিজুর রহমানকে, শেষ পর্যন্ত নিলামে তাকে ২ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।


আইপিএলে এবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি। শুরুতে কেউই বিড করেনি, অবিক্রিতই থেকে যাচ্ছিলেন প্রায়। শেষ পর্যন্ত ১ কোটি দাম ডেকেছিল দিল্লি ডেয়ারডেভিলস। মুম্বাই সেটা থেকে আরও বাড়ানোর পর প্রতিযোগিতাটা এসে পড়ে দুই দলের মধ্যে। শেষ পর্যন্ত মুম্বাই-ই তাকে ২ কোটি ২০ লাখ রুপি দিয়ে কিনেছে।


২০১৫ সালে আইপিএলের প্রথম মৌসুমে ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে মোস্তাফিজকে কিনেছিল সানরাইজার্স। প্রথম মৌসুমেই দলের হয়ে শিরোপা জেতানোর পথে বড় ভূমিকা রেখেছিলেন। পরের মৌসুমে অবশ্য সেভাবে আলো ছড়াতে পারেননি। এবার মোস্তাফিজের নতুন ঠিকানা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই। সেখানে সতীর্থ হিসেবে পাচ্ছেন কাইরন পোলার্ড, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের।


এর আগে সাকিবকে ২ কোটি ভারতীয় রুপিতে নেয় মোস্তাফিজের সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

No comments

Powered by Blogger.