ভারত বিপদে ভুবনেশ্বরের ছোবলের পরও

কেপ টাউন টেস্টের প্রথম সকালটা ভারতের জন্য ছিল দারুণ। ভুবনেশ্বর কুমারের সুইংয়ে দিশেহারা হয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ ঘণ্টাটা নিদারুণ কাটলো অতিথিদের। তিন উইকেট হারিয়ে সিরিজ শুরুর ম্যাচে চাপে বিরাট কোহলির দল।
প্রথম দিনের খেলা শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৮। চেতেশ্বর পুজারা ৫ রানে ব্যাট করছেন। রানের খাতা খোলেননি রোহিত শর্মা। এখনও ২৫৮ রানে পিছিয়ে ভারত।









বাজে শটে উইকেট ছুড়ে আসেন অতিথিদের দুই ওপেনার। মুরালি বিজয় ভার্নন ফিল্যান্ডারের স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়েন কুইন্টন ডি ককের গ্লাভসে। শর্ট বলে ডেল স্টেইনকে ফিরতি ক্যাচ দেন শিখর ধাওয়ান।

বোলিংয়ে এসেই সাফল্য পান মর্নে মর্কেল। নিজের প্রথম বলে বিদায় করেন ভারতের অধিনায়ক কোহলিকে। 

কেপ টাউনের নিউল্যান্ডসে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দিক হারায় দক্ষিণ আফ্রিকা। নিজের প্রথম তিন ওভারে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বাগতিকদের কাঁপিয়ে দেন ভুবনেশ্বর।

ম্যাচের প্রথম ওভারে খোঁচা মেরে ঋদ্ধিমান সাহার গ্লাভসে ধরা পড়েন ডিন এলগার। অভিষেকের পর থেকে টেস্ট ক্রিকেটে দারুণ সময় কাটানো এইডেন মারক্রাম ফিরেন এলবিডব্লিউ হয়ে। ভুবনেশ্বরের ইনসুইং বুঝতেই পারেননি তরুণ এই ওপেনার। স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন হাশিম আমলা।



এরপরই সেরা জুটিটা পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১২ রানে ৩ উইকেট হারানো দলকে কক্ষপথে ফেরান সাবেক ও বর্তমান দুই অধিনায়ক। ভুবনেশ্বরের এক ওভারে টানা চারটি চার হাঁকানো এবি ডি ভিলিয়ার্সের পাল্টা আক্রমণে দ্রুত এগোয় স্বাগতিকরা, তাকে সঙ্গ দিয়ে যান বর্তমান অধিনায়ক দু প্লেসি।

ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ৮৪ বলে ১১টি চারে ৬৫ রান করা ডি ভিলিয়ার্সকে বোল্ড করে নিজের প্রথম টেস্ট উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। ভাঙে দক্ষিণ আফ্রিকার ১১৪ রানের জুটি।

এরপর বেশিক্ষণ টিকেননি দু প্লেসি। হার্দিক পান্ডিয়ার বলে ভারতীয়দের রিভিউয়ে আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া ডানহাতি ব্যাটসম্যান ফিরেন বাজে শটে। স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ধরা পড়েন ঋদ্ধিমানের গ্লাভসে। অধিনায়ক ১০৪ বলে ১২টি চারে ফিরেন ৬২ রান করে।

১৪২ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারানো স্বাগতিকরা তিনশ রানের কাছাকাছি যায় পরের ব্যাটসম্যানদের মিলিত অবদানে। ফিল্যান্ডারের সঙ্গে ৬০ রানের জুটিতে দলকে দুইশ রানে নিয়ে যান ডি কক।


Fiverr
আক্রমণে ফিরে বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙেন ভুবনেশ্বর। ডি কক ফিরেন ৭টি চারে ৪৩ রান করে। শিখর ধাওয়ানের ব্যর্থতায় পঞ্চম উইকেট পাননি ভুবনেশ্বর, তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েও শূন্য রানে বেঁচে যান কেশভ মহারাজ।

মোহাম্মদ শামির দারুণ এক ইনসুইংগারে বোল্ড হয়ে ফিরেন ফিল্যান্ডার। ৪৭ বলে ৩৫ রানের দারুণ এক ইনিংস খেলা মহারাজ ফিরেন রান আউট হয়ে।

তিনশ রানের আগে স্বাগতিকদের থামান রবিচন্দ্রন অশ্বিন। তার বলে কাগিসো রাবাদার ক্যাচ নেন ঋদ্ধিমান। ভারতের উইকেটরক্ষকের এটি পঞ্চম ডিসমিসাল। এলবিডব্লিউ হয়ে ফিরেন ১১ নম্বর ব্যাটসম্যান মর্কেল।

৮৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ডানহাতি পেসার ভুবনেশ্বর। অফ স্পিনার অশ্বিন ২ উইকেট নেন ২১ রানে।


সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭৩.১ ওভারে ২৮৬ (এলগার ০, মারক্রাম ৫, আমলা ৩, ডি ভিলিয়ার্স ৬৫, দু প্লেসি ৬২, ডি কক ৪৩, ফিল্যান্ডার ২৩, মহারাজ ৩৫, রাবাদা ২৬, স্টেইন ১৬*, মর্কেল ২; ভুবনেশ্বর ৪/৮৭, শামি ১/৪৭, বুমরাহ ১/৭৩, পান্ডিয়া ১/৫৩, অশ্বিন ২/২১)

ভারত ১ম ইনিংস: ১১ ওভারে ২৮/৩ (বিজয় ১, ধাওয়ান ১৬, পুজারা ৫*, কোহলি ৫, রোহিত ০*; ফিল্যান্ডার ১/১৩, স্টেইন ১/১৩, মর্কেল ১/০, রাবাদা ০/১)

a href="http://www.kqzyfj.com/click-8347501-11902309" target="_top"> Your personal, business or professional blog website is just a click away!








No comments

Powered by Blogger.