বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় বাছাইপর্ব খেলতে গিয়েছিলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই স্বপ্নে পৌঁছানোর লক্ষ্য নিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো তাঁরা। উঠে এসেছিলো সুপার সিক্স রাউন্ডেও। কিন্তু প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে এসে ভারতের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হতে হয় রুমানা আহমেদের দলকে। আর এরই সাথে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় টাইগ্রেসদের। তবে এরপরেও বাংলাদেশের সামনে সুযোগ ছিলো মূল পর্বে পা রাখার। যদিও সেটি অসাধ্য সাধন করার মতোই ছিলো। সেক্ষেত্রে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে কমপক্ষে ৮৫ রানে জিততে হতো জাহানারা সালমাদের। আর সেটি না হলে পরে ব্যাটিং করে হাতে কিছু ওভার বাকি রেখেই জিততে হতো বাংলাদেশকে। কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই হয়নি। এদিন বৃষ্টি আইনে লঙ্কানদের বিপক্ষে ৪২ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আর এরই সাথে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নট শেষ হয়ে গেলো টাইগ্রেসদের। এই ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা।

 পরবর্তীতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করে তারা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৯ রানে আঘাত হানেন সালমা খাতুন। ১৯ রান করা ওপেনার হানসিকাকে ফেরান তিনি। অপর ওপেনার পেরেরা ৩২ রান করেন। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন চামারি আতাপাত্তু। এছাড়াও ১২ রানে অপরাজিত ছিলেন প্রাবিধানী। আর কোনো ব্যাটসম্যান উল্লেখযোগ্য রান করতে পারেননি। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস শেষ হয় ১৯৭ রানে। বাংলাদেশের পক্ষে সালমা খাতুন ৯ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন। অন্যদিকে একটি করে উইকেট নিয়েছেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, রুমানা আহমেদ ও শায়লা শারমিন। ১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই ফিরে যান ওপেনার শারমিন সুলতানা। এরপর ২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে টাইগ্রেসরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন নিগার সুলতানা। এছাড়াও ২১ রানে অপরাজিত ছিলেন শায়লা শারমিন। ৭ রানে ব্যাট করছিলেন সালমা খাতুন। ২১ তম ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে বাংলাদেশ। তবে এরপরই বৃষ্টি হানা দেয়। ফলে আর কোনো বল মাঠে গড়ায়নি। ফলশ্রুতিতে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়। আর এরই সাথে খালি হাতেই দেশে ফিরতে হচ্ছে রুমানা আহমেদের দলকে।

No comments

Powered by Blogger.