মুস্তাফিজের প্রতি বাড়তি মনোযোগ হাথুরুসিংহের



লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বল হাতে খুব একটা ভালো পারফর্মেন্স করতে পারেননি টাইগার পেস তারকা মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচে ৮ ওভার বোলিং করে ৭.৫০ গড়ে ৬০ রান দিয়েছেন তিনি। গড়ের দিক থেকে এখন পর্যন্ত এটাই মুস্তাফিজের সবথেকে বাজে বোলিং ফিগার।



তাই সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে বৃহস্পতিবার কাটার মাষ্টারকে আলাদা করে সময় দিয়েছেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

কলম্বোর সিংহলিজ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে বাংলাদেশকে জয় পেতে হলে মুস্তাফিজকে বল হাতে জ্বলে উঠতে হবে সেটি বলাই বাহুল্য।

আর এই কারণেই হেড কোচ হাথুরুসিংহে ও বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ফিজের বোলিংয়ের দিকে বাড়তি নজর দিচ্ছেন।

বৃহস্পতিবার টাইগারদের ঐচ্ছিক অনুশীলনে কাটার মাস্টারের প্রতিই লক্ষ্য ছিলো সবার। বোলিং ধাঁর আবারও ফিরিয়ে আনতে পুরোদমে এদিন অনুশীলন করেছেন মুস্তাফিজ।

এদিকে মুস্তাফিজের পাশাপাশি এদিন ঐচ্ছিক অনুশীলনে যোগ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম এবং সৌম্য সরকারও।

No comments

Powered by Blogger.