এত গরমে মনঃসংযোগ ধরে রাখা খুব কঠিন’



আগামীকাল মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

নিউজিল্যান্ড ও ভারত সিরিজে বাংলাদেশ দল ভালো কিছু সুযোগ তৈরি করতে পারলেও শেষমেশ কাজে লাগাতে পারেনি মুশফিক বাহিনী।



বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এই সিরিজে বাংলাদেশের বড় সুযোগ দেখছেন। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে বড় সুযোগই পাবে বাংলাদেশ এমনটাই মনে করেন তিনি। তার ভাষায়,

‘নিউজিল্যান্ডে ও ভারতে বিগত দুটি সিরিজের তুলনায় এ বছর এটি আমাদের কাছে বিরাট একটা সুযোগ। আগের দুই সিরিজে কন্ডিশন অনুযায়ী আমরা দারুণ সুযোগ পেয়েছিলাম।

আর এবারের কথা বলতে পারি, আমরা যদি আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারি, খুবই ভালো সুযোগ আছে।’

এদিকে, কাল থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজে কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিলেন বাংলাদেশের এই শ্রীলঙ্কান কোচ। তিনি বলেন,

‘এত গরমে মনঃসংযোগ ধরে রাখা খুব কঠিন, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করাটাও সহজ নয়। তবে একটা বলতে পারি, আমাদের দল ওদের সঙ্গে কঠিন লড়াই লড়বে।’

No comments

Powered by Blogger.