টানা তৃতীয়বারের মত টেস্ট চ্যাম্পিয়ন ভারত, পাচ্ছে ১ মিলিয়ন ডলার

photo: Icc
টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব অন্য কোথাও যেতে দিচ্ছে না ভারত। টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়ন হলো তারা। তাতে আরেকবার টেস্টের রাজদণ্ড উঠতে চলেছে বিরাট কোহলির হাতে। ১ এপ্রিল পর্যন্ত বেঁধে দেওয়া সময়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।

টেস্টের রাজদণ্ডের সঙ্গে ভারত পুরস্কার হিসেবে পাচ্ছে ১ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে তাদের দ্বিতীয় স্থান থাকা নিশ্চিত হয়ে যায়। কেন উইলিয়ামসনরা পাচ্ছে ৫ লাখ ডলার। ভারতের ১১৬ পয়েন্টের চেয়ে কিউইরা পিছিয়ে আছে ৮ পয়েন্টে। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। ৬৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে।

টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা ভারতকে অভিনন্দন জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী মানু সনি। তিনি বলেছেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য আমি ভারতকে অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে প্রশংসা করছি গত কয়েক বছর ধরে এই ফরম্যাটে বিরাট কোহলির দলের প্রচণ্ড ইচ্ছাশক্তির।’

আর কোহলি এই অর্জনকে দেখছেন এভাবে, ‘আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ধরে রাখাটা আমাদের সবার জন্য অনেক গর্বের। আমাদের দল এই ফরম্যাটে দারুণ করেছে, তবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে বাড়তি চাপ ছিল। আমরা টেস্ট ক্রিকেটের গুরুত্ব সম্পর্কে জানি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আমাদের দলের গভীরতা অনেক, আমি নিশ্চিত আরও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় চলতি বছরের পরের দিকের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’
সুত্র: আইসিসি ওয়েবসাইট

No comments

Powered by Blogger.