দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতার প্রমাণ দিলেন মোসাদ্দেক


বিশ্বকাপে দল নির্ধারণ যেন এবার আরো কঠিন করে দিলেন মোসাদ্দেক। যখন লড়াইটা দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসিরের সাথে তখন বুঝতেই পারছিলেন তাকেও করতে হবে স্পেশাল কিছু। আর আজ ডিপিএলে দুর্দান্ত সেঞ্চুরি করে আবাহনীর এই দলনেতা যেন যোগ্যতার প্রমান দিলেন নির্বাচকদের।

আজ বিকেএসপির চার নম্বর মাঠে ঘুড়ে দাড়ানোর লড়াইয়ে শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। কিন্তু এই ম্যাচেও রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। প্রথমে ব্যাটিং করে মাত্র ২১১ রানেই থামে আবহানীর ইনিংস।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নামা আবহানীর ব্যাটসম্যানরা নাসিরের তোপের মুখে পড়ে শুরুতেই। মাত্র ১৪ রানেই বিদায় নেয় প্রথম চারটি উইকেট। এই চার উইকেটের তিনটিই আবার নেন নাসির।

এরপর বিপর্যয় এড়িয়ে লড়াইটা শুরু করেন মিঠুন ও মোসাদ্দেক। দুজনে ৬০ রানের একটি জুটি গড়েন। মিঠুন ৩৩ রান করে আউট হলে ভাঙে এই জুটি।

এরপর দ্রুতই ফিরে যান সাইফউদ্দিনও (৮)। মাশরাফি (২০), আব্দুল্লাহ আল মামুন (২৬) কিছুটা সঙ্গদেন মোসাদ্দেককে। শেষ পর্যন্ত মোসাদ্দেক ১০১ রান করে অপরাজিত থাকেন।

No comments

Powered by Blogger.