বিশ্বকাপের আগে বড় সুখবর দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ

সামনে বিশ্বকাপ আর তার আগে কদিন হঠাৎ করেই খবর আসলো ইনজুরিতে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। যে খবর চমকে দিয়েছিল মাহমুদউল্লাহ এবং কোটি ক্রিকেট ভক্তদের। কিন্তু খুশির খবর দিলেন রিয়াদ। জানিয়েছেন কোন বড় সমস্যা নেই সঠিক পুনর্বাসনে দ্রুতই খেলতে পারবেন তিনি।

সম্প্রতি একাত্তর টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে ইনজুরি প্রসঙ্গে কথা বলে রিয়াদ। ভয় পাওয়ার কথা অকপটে স্বীকার করে এই ডানহাতি ক্রিকেটার বলেন সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুতই সুস্থ হয়ে উঠবেন তিনি, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ভয় পেয়েছিলাম। যখন কিন্তু যখন বিসিবির ফিজিও এবং চিকিৎসকের সাথে কথা হলো তখন বুঝলাম না বেশি সমস্যা নেই। এটা থেকে দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবো। পুনর্বাসন ও কিছু নিয়ম মেনে চলার মাধ্যমে।’

১৫ দিনের জন্য মাঠের বাইরে থাকতে বলা হয়েছে রিয়াদকে। পুনর্বাসন প্রক্রিয়া চলার সাথে তার কাঁধের চোটের উন্নতি হচ্ছে বলেই জানান তিনি, ‘কাঁধের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে ঠিকঠাকই আছে। পুনর্বাসনের কাজটা আরম্ভ করেছি ইতোমধ্যে। রানিংও করছি। সবচেয়ে ইতিবাচক দিক এটা হচ্ছে যে, আমার ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না।

রিয়াদের কাছে সবচেয়ে স্বস্তির বিষয় হলো এই চোটের জন্য তার মূল কাজ ব্যাটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না। তিনি জানান, ‘রানিং করছি। রিহ্যাব চলছে। ব্যাটিংও করতে পারছি। এইজন্য আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগছে। রিহ্যাবের কাজটা যত ভালো ভাবে সম্পন্ন করতে পারবো ততো দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবো।’

গত ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বৈশ্বিক টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্নপূরণের নায়ক ছিলেন এই মাহমুদউল্লাহ রিয়াদই। দলের বিপদে বহুবার ঢাল হয়ে দাঁড়ানো এই ব্যাটিং অলরাউন্ডারের দ্রুত সুস্থ হয়ে ওঠা তাই গোটা দেশের জন্যই স্বস্তির খবর।

No comments

Powered by Blogger.