বিশ্বকাপে এশিয়ার দেশগুলোকেই এগিয়ে রাখলেন পিটারসেন

ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। জাঁকজমকপূর্ণ এই আসরকে সামনে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সকল দলগুলো। তবে সাবেক ক্রিকেটারও এই বিশ্বকাপে মত প্রকাশের লড়াইয়ে মতে উঠেছে। এবার নিজ দেশ নয়, বরং এশিয়ার দেশগুলোই এগিয়ে রাখছেন সাবেক ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসন।

বিশ্বকাপে এশিয়ার দলগুলোকে এগিয়ে রেখে পিটারসন বলেন, ‘২০০০ সালের দিকে ভারতের বিপক্ষে আমরা একটি টেস্ট খেলেছিলাম। শুরুতে সবুজ উইকেট থাকলেও দুইদিন পর উইকেট পুরোপুরি শুকিয়ে যায়।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শেষবারের গ্রীষ্মের মতো যদি অবস্থা থাকে তাহলে আমি বলব উপমহাদেশের দলগুলো বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিন্তু যদি সবুজ বা পেস সহায়ক উইকেট থাকে তাহলে ইংল্যান্ড দুর্দান্ত খেলবে।’

No comments

Powered by Blogger.