শুভ জন্মদিন ‘স্পিড স্টার’ তাসকিন আহমেদ

আজ ৩ এপ্রিল। ১৯৯৫ সালের আজকের এই দিনে ঢাকায় জন্ম গ্রহণ করেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। দেখতে দেখতে জীবনের ২৩ টি বসন্ত পাড়ি দিয়ে ২৪ বছরে পা রাখলেন এই তারকা। তার ডাক নাম তাজিম।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার আগেই তরুণদের মধ্যে তুমুল সাড়া ফেলে দেন তাসকিন। ২০১২ তে ইংল্যান্ডের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দুর্দান্ত পারফর্মেন্সের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায়। রাতারাতি এই তরুণের ব্যাপারে উৎসুক হয়ে ওঠেন ক্রীড়ামোদীরা।

২০১৪ সালে দেশের মাটিতে ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮ ওভার বোলিং করে মাত্র ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তাসকিন। একই বছর টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তাসকিন ২০১৭ সালের ২৮ মার্চ ডাম্বুলায় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করেন।

পর্যন্ত দেশের হয়ে ৩২টি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলে তাসকিন ৪৫টি উইকেট নিয়েছেন। এছাড়া ১৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলে ১২টি উইকেট রয়েছে তার ঝুলিতে। টেস্টে ৫ ম্যাচ খেলে নিয়েছেন ৭ উইকেট।

তার এই বিশেষ দিনে স্পোর্টসজোন-২৪ পরিবারের পক্ষ থেকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

No comments

Powered by Blogger.