মুস্তাফিজে সন্তুষ্ট নান্নু

ছবিঃ বিসিবি
দীর্ঘ সাড়ে চার বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার বোলিংয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
জাতীয় দলের এই নির্বাচক জানিয়েছেন দীর্ঘদিন প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাইরে থাকায় মুস্তাফিজের ম্যাচ অনুশীলন জরুরী। তাই ঢাকা প্রিমিয়ার লিগে খেলে নিজেকে ঝালিয়ে নিয়েছেন তিনি।
'আমি মনে করি সে সত্যিই ভালো বোলিং করেছে। অবশ্যই তার কিছু ম্যাচ অনুশীলন প্রয়োজন। কারণ সে অনেক সময় ধরে প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলছে না।'
নিউজিল্যান্ড সফরের পর দেশে ফিরলেও মাঠের ক্রিকেটে ফিরেননি তিনি। কদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। সোমবার মাঠে নেমে প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
এরপর আরও একটি উইকেট দখলে নিয়েছেন এই পেসার। মুস্তাফিজ তার পরিকল্পনা মতো বোলিং করতে পারায় আনন্দিত জাতীয় দলের প্রধান নির্বাচক নান্নু। এই পেসারের ছন্দেরও প্রশংসা করেছেন তিনি।
'সবচেয়ে চিত্তাকর্ষক অংশ হল যে সে তার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে এবং ভালো ছন্দে বোলিং করেছে।'

No comments

Powered by Blogger.