আইসিসির কাছে বিসিবির আবদার

ছবিঃ বিসিবি
আসন্ন বিশ্বকাপে আইসিসির কাছে বাড়তি নিরাপত্তা সুবিধা চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ চলাকালীন সময় আইসিসির বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে থাকবে দল দলের ক্রিকেটাররা।
তবে বিশ্বকাপ শুরুর আগে পাঁচ-ছয় দিনের জন্য আইসিসির নিরাপত্তা সাহায্য পেতে চাইছে বিসিবি, যার জন্য ক্রিকেট বোর্ডকে বাড়তি খরচাও করতে হবে। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাঁর ভাষায়, ‘আমরা আইসিসির নিরপাত্তা ব্যবস্থার সুবিধা নিতে চাই। বিশ্বকাপের আগে পাঁচ ছয়ের জন্য আইসিসির নিরাপত্তা কর্মীদের সাহায্য চেয়েছি আমরা। আমরা তাদের সার্ভিসের জন্য পারিশ্রমিক দিতে প্রস্তুত।
‘বিশ্বকাপের সময় আইসিসির নিরাপত্তা গ্রুপ সব দলের নিরাপত্তা নিশ্চয়তা দিবে। তারা নিয়মিত আমাদের খোঁজ খবর জানাচ্ছে, আপডেট করছে নিরপত্তার ব্যাপারে।‘
নিউজিল্যান্ড সফরে সন্ত্রাসী হামলা থেকে রক্ষা পাওয়া বাংলাদেশ দলের নিরপাত্তা ব্যবস্থা নিয়ে বাড়তি সতর্কতা দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দল বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরের ত্রিদেশীয় সিরিজ খেলবে।
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনা চেয়েছে বিসিবি। নিজামউদ্দিনের ভাষায়,
‘আমরা সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা চেয়েছি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে। পরিকল্পনা হাতে পাওয়ার পর আমরা বিবেচনা করব। আমরা দেখার পর যদি মনে করি কিছু জিনিস যোগ করা দরকার, তাহলে সেটা আমরা করব।‘

No comments

Powered by Blogger.