বিশ্বকাপ প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছুটিতে পাঁচ টাইগার কোচ

আর মাত্র কয়েকটা দিন এরপরই শুরু হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় আসর। ইতিমধ্যেই নিজের সেরাটা নিয়ে প্রস্তুত হচ্ছে সবগুলো দলই। চলতি মাসের মাঝেই ঘোষিত হবে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। এরপর শুধুই ক্ষণ গণনা। তবে দুর্ভাগ্যের বিষয় এমন গুরুত্বপূর্ণ মুহুর্তেই দলের সাথে নেই জাতীয় দলের বিদেশী কোচিং স্টাফের কেউই। নিউজিল্যান্ড থেকেই যে যার মত ফিরেছেন বাড়ি, এখনো ফিরে আসেননি বাংলাদেশে।

চলমান ঢাকা লিগই হচ্ছে বিশ্বকাপের বিমানে চড়ার আগে বাংলাদেশের সবশেষ ঘরোয়া টুর্নামেন্ট, নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগও। অথচ এমন গুরুত্বপূর্ন সময়ে জাতীয় দলের প্রধান কোচসহ, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোচ কাউকেই কাছে পাচ্ছেনা মুশফিক, তামিম, সৌম্য, সাইফউদ্দিনরা। লিগে নিজেদের ভুল ত্রুটি খুঁজে বের করা ও সমাধানের পথ বাতলে দিতে কোচদের ভূমিকা এসময় অত্যন্ত জরুরি ছিলো।

বিশ্বকাপের মূল আসর শুরু হতে প্রায় দুই মাস বাকি তবে বাংলাদেশের জন্য সময়টা হিসাব করতে গেলে আরও কম। বিশ্বকাপের আগেই আয়ারল্যান্ডে খেলবে ত্রিদেশীয় সিরিজ। প্রায় একই কন্ডিশন হওয়া ও ক্রিকেটারদের ব্যাগপত্র নিয়ে আয়ারল্যান্ড হয়েই ইংল্যান্ড যাওয়ায় বাংলাদেশের বিশ্বকাপ শুরু বলতে গেলে ত্রিদেশীয় সিরিজ দিয়েই। তাই হাতে সময় বলতে গেলে নিছকই কম। তার উপর কোচ শূন্যতায় নিজেদের ভুলত্রুটি নিয়ে কাজ করার সুযোগই পাচ্ছে না ক্রিকেটাররা।

মাঠের ক্রিকেটে নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মত কেটেছে টাইগারদের। আবার কদিন বাদে প্রায় একই কন্ডিশনে আয়ারল্যান্ড হয়ে বিশ্বকাপ মঞ্চে খেলবে মাশরাফিরা। পেশাদারিত্বের জায়গায় ছুটি পাওনা থাকলেও শিষ্যদের ভুল ত্রুটি শোধরানোর প্রয়োজনে এসময় খেলোয়াড়দের পাশে থাকা উচিৎ বলে মনে করেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।

২২ গজের লড়াইয়ে নামার আগে আরও বেশি মানসিকভাবে চাঙ্গা রাখতেও এটি সাহায্য করবে উল্লেখ করে বেলিম বলেন,

‘শুধু খেলা নয়, কোচরা থাকলে ওরা আরও বেশি চাঙ্গা থাকতো ও আত্মবিশ্বাসী হত। তবে নিশ্চিতভাবেই বলতে পারি তারা ফিরলেই সব ঠিক হয়ে যাবে।’

ছুটিতে গিয়ে এখনো ফিরেনি প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন কোচ সুনীল যোশি, ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি ও ফিল্ডিং কোচ রায়ান কুক। ঠিক কবে ফিরছেন এমন নিশ্চিত কিছুই বলতে পারেনি বিসিবিও। তবে আশা করছে ১৮ এপ্রিল দল ঘোষণার পর ২০ এপ্রিল থেকে শুরু হওয়া ক্যাম্পের আগেই যোগ দিবেন দলের সাথে। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে জানান, ‘২০ এপ্রিল থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু। আশাকরি এরমধ্যেই দলের সাথে যোগ দিবেন তারা।’

No comments

Powered by Blogger.