ইনজুরিতে পড়েছেন সাইফুদ্দিন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলছেল টাইগার দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে এ দলের হয়ে অনুশীলন করার সময় ইনজুরিতে পড়েছেন তিনি।
ডিপিএলে বর্তমানে আবাহনীর হয়ে ব্যাটিং ও বোলিং ঝালিয়ে নিচ্ছেন সাউফুদ্দিন। বিশ্বকাপে বাংলাদেশ দলেও জায়গা পেতে পারেন অলরাউন্ডার। কিন্তু ব্যাটিং অনুশীলনের সময় পিঠে ব্যথা পান। পরে মিরপুরের মাঠে তাকে হুইল চেয়ারে করে আসতে দেখা গেছে।
ইনজুরিতে পড়ায় চতুর্থ রাউন্ডে আবাহনীর হয়ে খেলবেন না সাইফুদ্দিন। ওয়ানডে ক্যারিয়ারে ৭টি উইকেট নিয়েছেন তিনি। এদিকে ব্যাট হাতেও সফল। একটি ফিফটিতে রান করেছেন ১৭৫ রান।
বিশ্বকাপের আগে সাইফুদ্দিনের ইনজুরি সমস্যা টাইগার শিবিরে আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। অপরদিকে মুশফিক ও তামিমেরও ইনজুরি সমস্যা রয়েছে।
Post a Comment