টেস্ট জার্সিতে থাকবে নাম এবং নাম্বার!



১৮৭৭ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাঝে অনুষ্ঠিত হয়েছিলো প্রথম টেস্ট ম্যাচ৷ সে ম্যাচ থেকে একদম সাদা পোশাক পরেই চলছে খেলা। এভাবে কেটে গিয়েছে ১৪৭ টা বছর। এর মাঝে স্বীকৃতি পেয়েছে ১২ টি জাতি, বিশ্ব দেখেছে হাজার খানেক খেলোয়াড়। তবে একদম সাদা জার্সিতে খেলার রেওয়াজ কখনো বদলায়নি।

তবে এবার সাদা জার্সির পিছনে নাম ও টি-শার্ট নম্বর দিয়ে আসন্ন অ্যাশেজ টুর্নামেন্টে মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। এবারের অ্যাশেজ দিয়েই অভিষেক ঘটবে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের। টুর্নামেন্টের সেরা নয়টি দলের মাঝে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াই চলবে দুই বছর ধরে। সেরা দুই দল সুযোগ পাবে ফাইনালে খেলার।

তবে আইসিসি এমন কিছুর করার ব্যাপারে এখনো কোনো কিছু বলেনি। পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়েই রয়েছে। টেস্ট জার্সিতে নামের অন্তর্ভুক্তিতে দর্শকদের খেলোয়াড় চিনতে আরো সুবিধা হবে এবং সম্প্রচারের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে এমনটাই দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

No comments

Powered by Blogger.