অস্ত্রোপচারের আগে স্বামীর জন্য দোয়া চাইলেন রুবেল-পত্নী


হটাৎই বাংলাদেশের ক্রিকেট মহলে দুঃসংবাদ হিসেবে এসেছিল মোশাররফ হোসেন রুবেলের ব্রেন টিউমারের খবরটি। এ লক্ষ্যে দ্রুততম ও উন্নত চিকিৎসার লক্ষ্যে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে আগামিকাল মঙ্গলবার নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে হবে অস্ত্রোপচার। বাঁহাতি স্পিনারের স্ত্রী চৈতি ফারহানা রূপা নিজের ফেসবুকে তার অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

ফারহানা ফেসবুকে মোশাররফের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়ে লিখেছেন,‘আমার স্বামী মোশাররফ হোসেন রুবেল অস্ত্রোপচারের জন্য আজ (সোমবার) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়েছেন। ইনশাআল্লাহ, আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৬টায় তার অস্ত্রোপচার হবে। আমি সবার কাছে তার জন্য দোয়া চাইছি।’

জাতীয় দল থেকে বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ। কিছুদিন ধরেই তিনি মাথা ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন। সমস্যার ব্যাপকতা বুঝতে পেরে চিকিৎসকরা তাকে মাথার কিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর পরামর্শ দেন। সেই পরীক্ষাতেই ধরা পড়ে টিউমারের অস্তিত্ব।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, মোশাররফের ব্রেনের টিউমারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তারা পরামর্শ দিয়েছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বেশি। সেই কারণেই সিঙ্গাপুর গিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন মোশাররফ।

গত ১৪ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়ার আাগে সবার কাছে দোয়া চেয়েছেন বাঁহাতি এই স্পিনার। ৩৭ বছর বয়সী মোশাররফ বাংলাদেশের জার্সিতে ৫টি ওয়ানডে খেলেছেন। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু মস্তিষ্কের টিউমারে সব ওলটপালট হয়ে গেছে।

No comments

Powered by Blogger.