বনানীতে আহতদের রক্ত দিতে কুর্মিটোলা হসপিটালে যেতে বললেন মাশরাফিও


রাজধানীর বনানীতে আজ দুপুরে এফআর টাওয়ার ২২ তলা একটি ভবনে আগুন লেগেছে। আর এই আগুনে আটকে পড়া শতাধিক মানুষ আহত ও নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু থেকেই কাজ করেছে ফায়ার সার্ভিসরা।

এদিকে আহতদের ‍উদ্ধার করে রাজধানীর কুমিটোলা এবং ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। আহতদের রক্ত দেয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন সাব্বির রহমান। এরপরই একই আবেদন করেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

বনানীতে ঘটে যাওয়া আগুনে আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নিজের অফিসিয়াল টুইটারে লেখেন,

‘আপনারা যারা বনানী, গুলশান, ক্যান্টনমেন্ট এলাকায় আছেন দয়া করে কুর্মিটোলা হসপিটালে যান, আহতদের রক্ত লাগবে। মানবতায় এগিয়ে আসুন।’

No comments

Powered by Blogger.