অধিনায়কের দায়িত্ব নিয়েই পাকিস্তানকে জরিমানায় ফেললেন ইমাদ ওয়াসিম



অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে পাকিস্তানকে জরিমানায় ফেলেছেন অধিনায়ক হিসেবে খেলতে নামা ইমাদ ওয়াসিম। শোয়েব মালিকের জায়গায় নেতৃত্ব দিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে ব্যর্থ হন এই ক্রিকেটার।

সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচে একমাত্র জয়ের খোঁজে মাঠে নেমেছিলেন পাকিস্তান। তবে ঐ ম্যাচে ধীর গতিতে বল করায় ইমাদ ওয়াসিমকে জরিমানা করা হয় ম্যাচ ফি’র ২০ শতাংশ। এছাড়া ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে বাকি ক্রিকেটারদের।

শুক্রবার অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের লক্ষ্যে অভিষেক ম্যাচেই দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন আবিদ আলী। উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে শতক। এরপরেও পরাজীত হয় পাকিস্তান। টানা চার ম্যাচ হারের স্বাদ ও জরিমানা গুণতে হলো তাদের।

অজি সিরিজে নিয়মিত অধিনায়ক সরফরাজ আহমেদ ও গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল পিসিবি। এর ফলে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান।

No comments

Powered by Blogger.