বনানীর অগ্নিকান্ডে সেলফি শিকারীদের বিরুদ্ধে মিরাজের ফেসবুক স্ট্যাটাস


অগ্নিকান্ড,ভবনধস কিংবা অন্যকোন দুর্ঘটনা বাংলাদেশে নতুন কিছু না। এসব দুর্ঘটনার সময় প্রশাসন কিংবা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষও সবসময় এগিয়ে আসেন। বাড়িয়ে দেন সাহায্যের হাত। তবে বিপরীত চিত্রও আছে। অনেকেই কৌতূহল বশত ভিড় জমিয়ে কোন সাহায্য- সহযোগিতা তো দূরে থাক উল্টো ছবি কিংবা সেলফি শিকারে মত্ত হন। আর এই সেলফি শিকারীদের ভিড়ের কারনে উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে আনতে বাড়তি বেগ পেতে হয়। তাই টাইগার ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ সেলফি শিকারীদের বিরুদ্ধে কথা বলেছেন। ক্রিকেটলাইভবিডি টোয়েন্টিফোর পাঠকদের জন্য মিরাজের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলোঃ-

“নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরো একটি বড় দূর্ঘটনা বনানীর এফআর বিল্ডিংয়ের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিকঠাক সময় মতো জায়গায়। দূর থেকে পানি দিতে হয়েছে।
একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন।
কেউ কেউ লাফ দেওয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে।

আর অপর দিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা।
যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!
সাধুবাদ জানাই সেসব ভাইদের যারা ইমারজেন্সি লেন তৈরি করে সাহায্য হাত বাড়িয়েছেন।
পুনশ্চঃ কেউ তাদের বাজেভাবে কথা বলবেন না। এবার হতে শিক্ষা নেই সামনে যেনো নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়, নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সাথে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।”

No comments

Powered by Blogger.