বিশ্বকাপে নিজের ভাবনার কথা জানালেন মিরাজ

ঢাকা লিগ দিয়ে বিশ্বকাপে প্রস্তুতি সেরে ফেলছে বাংলাদেশের ক্রিকেটাররাও। জাতীয় দলের সদস্য স্পিনার মেহেদী হাসান নিজের বিয়ে পর্ব সেরে আজই প্রিমিয়ার লিগে তার দল আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।
এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘অবশ্যই আমাদের স্পিনারদের দায়িত্ব হল পেসারদের সাহায্য করা। উপমহাদেশে খেলা হলে স্পিনারদের ভূমিকাটা বেশি থাকতো। ইংল্যান্ডে খেলা বলে পেসারদের সাহায্য করতে হবে। আর এটা ঠিকঠাকভাবে করতে পারলেও দল অনেক ভালো করবে।’
ব্যাটিং নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে দলের আশা শেষের দিকে নেমে ২০-৩০-৪০ এমন কিছু রান স্কোরবোর্ডে যোগ করা কিংবা একটা গুরুত্বপূর্ণ জুটি গড়া। শেষের দিকে ব২০-৩০ রান কীভাবে করবো এটা নিয়েই কাজ করছি।’
Post a Comment