বর্ষসেরা ক্রিকেটারের বিশেষ পুরষ্কার গ্রহণ করলেন রুমানা

আইসিসির উপহার পেলের রুমানা
বাংলাদেশ নারি ক্রিকেট দলের জন্য ২০১৮ সাল বেশ দারুণ কেটেছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের কোয়ালিফায়ারে চ্যাম্পিয়ন হয়ে দেশকে প্রথমবার আন্তর্জাতিক শিরোপার স্বাদ এনে দিয়েছিলো বাঘিনীরা৷ দলের মতোই দারুণ ফর্মে ছিলেন অধিনায়ক ও অলরাউন্ডার রুমানা আহমেদ। ২৪ ম্যাচে নিয়েছিলেন ৩০ উইকেট আর ব্যাট হাতে করেছিলেন ২২৯ রান।
 
দুর্দান্ত খেলার জন্য দুর্দান্ত এক পুরষ্কারও পেয়েছেন ২৭ বছর বয়সী খুলনার মেয়ে। টি-টোয়েন্টিতে আইসিসির বর্ষসেরা নারি একাদশে প্রথম বাংলাদেশি নারি ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন রুমানা। এই রেকর্ডের স্মারণ স্বরূপ তিনি পেয়েছেন আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের ক্যাপ।

রোববার বিসিবির নারি দলের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ক্যাপটি রুমানার হাতে হস্তান্তর করে। এদিকে ক্যাপটি পেয়ে দারুণ উচ্ছ্বসিত হন টাইগ্রিস দলপতি। এমন পুরষ্কার পাবার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ আমার জন্য এবং মেয়েদের ক্রিকেটের জন্য এটা অনেক বড় পাওয়া।’

No comments

Powered by Blogger.