আইপিএলের শুরু থেকেই খেলবেন সাকিব

আঙুলের ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরে যাননি সাকিব আল হাসান। সাকিবের আইপিএল ভবিষ্যৎ নির্ধারণী আলোচনা আজ মিরপুরে অনুষ্ঠিত হয়েছে। মেডিক্যাল রিপোর্ট ও ফিজিওর রিপোর্ট ইতিবাচক হওয়ায় সাকিবের আইপিএল খেলতে কোনো বাধা নেই। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান নিশ্চিত করেই জানালেন, আইপিএল শুরুর আগেই সানরাইজার্স হায়দ্রাবাদের ডেরায় যোগ দিচ্ছেন সাকিব।

আইপিএল শুরুর আগেই ফিট হয়ে উঠেছেন সাকিব আল হাসান। ব্যাটিং-বোলিং অনুশীলনে নেই আর অস্বস্তি। শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে মঙ্গলবার বিকেলে তার ধুমধাড়াক্কা ব্যাটিং প্রদর্শনীই বলে দিচ্ছিল ফিটনেসে উন্নতির সবশেষ অবস্থা।
সবকিছু ঠিক থাকলে দুই-একদিনের মধ্যেই সাকিব উড়াল দেবেন ভারতের উদ্দেশে। এবারের আইপিএলেও বাঁহাতি এই স্পিন বোলিং অলরাউন্ডার খেলবেন সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। সানরাইজার্স হায়দ্রাবাদে গত মৌসুমটা ভালোই কেটেছিল সাকিবের, ফাইনালে ওঠার পথে খেলেছিলেন সব ম্যাচই।

আজ আকরাম খান বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘নিঃসন্দেহে শুরু (আইপিএল) হওয়ার আগে তো যাবেই সাকিব। ডাক্তারের যে পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো অনুশীলন করছে সে। গত এক সপ্তাহ অনুশীলন করেছে, ব্যাটিং-বোলিংও করেছে। সে এখন ফিট আছে।’
‘অনাপত্তিপত্র ইতিমধ্যে দেয়া আছে ক্রিকেট বোর্ড থেকে। সে আইপিএল খেলবে এটা তো জানাই আছে।’
সাকিবকে আইপিএলে ঝুঁকি না নেওয়ার পরামর্শ বিসিবির,
‘বাংলাদেশ ক্রিকেটের জন্য ও খুব গুরুত্বপূর্ণ। আইপিএলে গিয়ে আবার যেন ইনজুরিতে না পড়ে সেদিকে আমাদের কনসার্ন থাকবে। ওর সাথেও আলাপ করব যাওয়ার আগে, যাতে ফিটনেস নিয়ে ঝুঁকি না নেয়। ফিট না হলে খেলবে না এইসব যেন বলে দেয় ফ্র্যাঞ্চাইজিকে। আমি নিশ্চিত ও নিজেরটা নিজে খুব ভালো বোঝে। সে নিজে খুবই যত্ন নিয়েছে, এক মাস দেখলাম’

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছিল ২০ মার্চ পর্যন্ত সাকিব ম্যাচ খেলতে পারবেন না। সেই তারিখ আসতেই টাইগার অলরাউন্ডার পেয়েছেন সুস্থতার সার্টিফিকেট। বিসিবি থেকে অনাপত্তিপত্রও পেয়ে গেছেন। শিগগিরই যাবেন ভারতে। আগামী ২৩ মার্চ শুরু হচ্ছে এবারের আইপিএল আসর।

No comments

Powered by Blogger.