প্রথম বাংলাদেশী হিসেবে ক্রিকেট ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন রাজ্জাক!

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন জাতীয় দলের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। সেই সাথে বাংলাদেশের প্রথম ও একমাত্র বোলার হিসেবে ৫৮১ উইকেট নেওয়া বোলারও তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে মাঠে নামার আগে ৪০০ উইকেট থেকে ৮ উইকেট দূরে ছিলেন রাজ্জাক। প্রাইম ব্যাংকের হয়ে প্রথম পাঁচ ম্যাচেই শিকার করেন ৭টি। হাতছানি ছিল মাত্র ১টি উইকেটের।

প্রতিক্ষার পর আজ সেই কাঙ্খিত উইকেটটি ধরা দিল। উত্তরার ওপেনার আনিসুল ইসলাম ইমনকে ক্লিন বোল্ড করে ৪০০ ক্লাবে নাম লেখান। এখানেই থামেননি লাল সবুজের হয়ে এক সময়ে কাঁপন ধরানো এই স্পিনার। পরে নেন আরও ৩ উইকেট। ৮ ওভারে মাত্র ১৫ রানের বিনিময়ে উত্তরার ৪ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে দলকে দেখান জয়ের পথ।
লিস্ট ‘এ’ তে রাজ্জাকের উইকেট এখন ৪০৩টি। ম্যাচ খেলেছেন ২৬৯টি। সাদা পোশাকে এই স্পিনারের উইকেট ৫৮১টি। আর টি-টোয়েন্টিতে ৯৯টি।

No comments

Powered by Blogger.