ঐতিহাসিক লর্ডসের চেয়ে এগিয়ে আমাদের মিরপুরের স্টেডিয়াম!


‘হোম অব ক্রিকেট’ নামে খ্যাত ইংল্যান্ডের লন্ডনের লর্ডস স্টেডিয়ামের নামের সাথে থাকা উপাধিই বোঝাচ্ছে এর মহানতা। দৃষ্টিনন্দন নির্মাণশৈলী আর ঐতিহ্যের কারণে এ স্টেডিয়াম পৃথিবীর সেরা ক্রিকেট স্টেডিয়ামের একটি। তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামকে টেক্কা দিয়েছে বাংলাদেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়াম৷
 
১৯৭৬ সালে প্রথমবার কোনো আন্তর্জাতিক ওয়ানডে আয়োজিত হয় লর্ডস স্টেডিয়ামে। এদিকে মিরপুরের স্টেডিয়ামটি প্রথম কোনো ওয়াডেতের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়েছিলো ২০০৬ সালে। হিসাবে বয়সে ৪০ বছরের ছোট মিরপুরের স্টেডিয়ামকে লর্ডসের সামনে ‘পিচ্চি’-ই বটে।

তবে অবাক করার মতো বিষয় হচ্ছে ২০০৬-বর্তমান এই ১৩ বছরে মিরপুরের স্টেডিয়ামে একশোরও বেশি আন্তর্জাতিক ওয়ানডে খেলা হয়েছে। প্রশ্ন জাগতেই পারে ৪৩ বছর পুরোনো লর্ডসে তো সে হিসেবে চার-পাঁচশো ওয়ানডে হয়ে যাবারই কথা। কিন্তু সেটি হয়নি৷ এমনকি লর্ডসে তো এখনো একশো ওয়ানডেই খেলা হয়নি। হিসাব মতে, মাত্র ৬৬ টি ওয়ানডে খেলা হয়েছে এ স্টেডিয়ামে। সবমিলিয়ে এটি একটি মজার ঘটনাই বটে!

No comments

Powered by Blogger.