উল্টো পাকিস্তানকে ২০ লাখ ডলার ক্ষতিপুরণ দেয়ার নির্দেশ দিল আইসিসি

ছবিঃ সংগৃহীত
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে (বিসিসিআই) ১.৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছর দ্বিপাক্ষিক চুক্তি না মানায় আইসিসি-র কাছে মামলা দায়ের করেছিল পিসিবি।
সেই মামলায় পিসিবির বিপক্ষে রায় দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরপর আইসিসি পিসিবিকে ক্ষতিপূরণ দিতে বলেছিল ভারতকে। সেই অর্থই পরিশোধ করেছে পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ৭০ মিলিয়ন ডলারের দাবি জানিয়ে আইসিসির কাছে ক্ষতিপূরণের মামলা করেছিল। সেই মামলা তদন্ত শেষে খারিজ করে দিয়েছিল আইসিসি। এতেই শেষ রক্ষা হয়নি তাদের।
পিসিবিকে তারা নির্দেশ দিয়েছিলেন মামলার আইনি খরচের ক্ষতিপূরণ দেয়ার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি জানিয়েছেন এই মামলায় হেরে প্রায় ২.২ মিলিয়ন ডলার লোকশান হয়েছে তাদের।
'এই মামলায় হেরে আমাদের সব মিলিয়ে ২.২ মিলিয়ন ডলার লোকশান হয়েছে।'
উল্লেখ্য, ২০১৫ থেকে ২০২৩ এর মধ্যে ছয়টি সিরিজ খেলার কথা ছিল ভারত-পাকিস্তানের। এ থেকে হাজার কোটি রুপির ব্যবসা করার আশায় ছিল পিসিবি। কিন্তু সেটা না হওয়ায় ক্ষতিপূরণ চেয়ে আপিল করেছিল পাকিস্তান।

No comments

Powered by Blogger.