দুঃসংবাদ পেলেন তামিম ও মুশফিক!

সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খুব একটা ফিজসুলভ ছিলেন না তামিম ও মুশফিক ৷ যার প্রভাব পড়েছে তাঁদের ব্যাটিং র্যাংকিংয়েও। সম্প্রতি প্রকাশিত আইসিসির ব্যাটিং র্যাংকিংয়ে ৫ ধাপ পিছিয়েছেন তামিম। এদিকে ৪ ধাপ পিছিয়েছেন মুশফিক।
গত সিরিজে তিন ম্যাচে মাত্র ১০ রান করেছিলেন তামিম। ৫, ৫ ০ – এটা ছিলো তাঁর পারফর্ম্যান্সের সংক্ষিপ্ত বিবরণি৷ এতে ৫ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে অবস্থান করছেন তিনি।
এদিকে চেনা রূপে ছিলেননা মুশফিকও। তিন ম্যাচে মাত্র ৪৬ রান করায় তাঁরও চার ধাপ অবনতি হয়ে এখন ১৮ নম্বরে অবস্থান করছেন তিনি। এদিকে সেরা অবস্থানে আছেন কোহলি।
Post a Comment