ইডেনে সাকিবকে বিশেষ সন্মাননা, ঘন্টা বাজিয়ে শুরু করলেন খেলা


আইপিএলে এই আসরে আজ নিজেদের প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে মাঠে নেমেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যেখানে প্রথম ম্যাচেই একাদশে সুযোগ করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার ইডেন গার্ডেনে সাকিবের হাতে ইডেন গার্ডেনের ঐতিহ্যগত ঘন্টা বাজানোর মধ্য দিয়ে বিকেল ৪.৩০ মিনিটে শুরু হয় ম্যাচটি।

ঘন্টা বাজানোর নিয়মটি দেখা যায় সর্বপ্রথম প্রায় এক যুগ আগে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস স্টেডিয়ামে। এরপর ২০১৬ সাল থেকে ইডেন গার্ডেনে ঘন্টা বাজানোর প্রচলন শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম ঘন্টা বাজিয়েছিলে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। তারপর থেকে বিভিন্ন সিরিজ, এবং আইপিএলে ঘন্টা বাজিয়ে যাত্রা শুরু করে ইডেন।
দ্বাদশ আইপিএলে আজ অভিষেক হয়েছে ইডেন গার্ডেনের। যেখানে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। ম্যাচ শুরুর পূর্ব মুহুর্তে ইডেন গার্ডেনের সেই ঐতিহগত ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরুর অনুমতি দেন সাকিব। হয়ত বাঙালি হওয়াতেই সাকিবকে এ সুযোগ করে দিয়েছে কলকাতাবাসী। কিংবা আজকে তোর জন্মদিন হওয়াতেই হয়ত এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী করতে চেয়েছে আইপিএল কতৃপক্ষ।

No comments

Powered by Blogger.