টি-টুয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ!

আসছে ২৮ মার্চ থেকে মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের হুইলচেয়ার ক্রিকেট দলের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজ। ২০১৮ সালের সর্বশেষ দেখায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ৷ সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ৷ এই সিরিজে মোহাম্মদ মহসীনকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সহ-অধিনায়ক থাকবেন নূর নাহিয়ান।
২৮ মার্চ প্রথম, ২৯ মার্চ দ্বিতীয় এবং ৩১ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে মুম্বাইতে।
বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল : মোহাম্মদ মহসীন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নাহিয়ান, মোহাম্মদ লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ আলম, উজ্জ্বল বৈরাগী, স্বপন দেওয়ান এবং রনি গাইন।
Post a Comment