বনানীতে আগুন; পাশেই সাকিবের বাসা, নিজ চোখে দেখে ভয়ে কাঁপছেন সাকিবপত্নী!

বিষয়টি কানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটার ও সংশ্লিষ্টদের। বনানীতে অগ্নিকাণ্ডের ধোঁয়া নিজ বাসা থেকে দেখেছেন জাতীয় দলের অভিজ্ঞ আলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে রীতিমতো কেঁপে উঠেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এমনই তথ্য জানিয়েছেন সাকিবপত্নী।
নিজের ভেরিফায়েড পেইজে এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ধোঁয়ার ছবি পোস্ট করেন শিশির। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এটা আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, আল্লাহ আমাদের ক্ষমা করুন!

এর আগে এ অগ্নিকাণ্ড নিয়ে স্ট্যাটাস দেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান ও রুবেল হোসেন। সাব্বির লেখেন, আবারো আগুন, হাজার হাজার মানুষ আটকা পড়েছে। এই দায়বদ্ধতা কার? আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।
রুবেল লেখেন, ঢাকা বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড। আটকা পড়েছে অনেক মানুষ। হে মহান আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো। আমিন।
Post a Comment