আগামী মে মাসে বাংলাদেশে গড়াবে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট

টি-টোয়েন্টি, টি-টেন ক্রিকেটের পর এবার নতুন টুর্নামেন্টের আয়োজন করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। টুর্নামেন্টটি হলো ১০০ বলের ক্রিকেট। ইতিমধ্যে টুর্নামেন্টের নতুন নিয়মও ঘোষণা করেছে তারা।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ১০০ বলের ক্রিকেট খেলার নিয়ম টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টি-টেনের থেকে অনেকটাই আলাদা। কাউন্টি ক্লাবগুলোর সম্মতি সাপেক্ষে এ নিয়ম ঘোষণা করা হয়।
ইসিবি ঘোষিত ১০০ বলের ক্রিকেটের নিয়মসমূহঃ
প্রতি ইনিংস হবে ১০০ বল করে।
প্রতি ১০ বল অন্তর প্রান্ত পরিবর্তন হবে।
একজন বোলার ৫টি অথবা টানা দশটি বল করতে পারবেন।
একজন বোলার ম্যাচে সর্বোচ্চ ২০ বল করতে পারবেন।
প্রতি ইনিংসে একটি পাওয়ার প্লে থাকবে। তা হবে ইনিংসের প্রথম ২৫ বল পর।
পাওয়ার প্লের সময় ত্রিশ গজের বৃত্তের বাইরে ২ জনের বেশি ফিল্ডার থাকতে পারবে না।
প্রতি ইনিংসে আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে।
Post a Comment