দ্রুতগতিতে সেঞ্চুরির শীর্ষে বেয়ারস্টো, তালিকায় আছেন তামিম!

শেষ তিনবছরে কমপক্ষে ৫টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে গড়ে কত বল খেলেন, এমন পরিসংখ্যানে দেখা গেছে গড়ে সবচেয়ে কম বল (৭৬) খেলেই সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারোস্টো! তবে এই তালিলকায় আছেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল।
অন্যদিকে গড়ে সমান (১০০) বল খেলে সেঞ্চুরি করেন ভিরাত কোহলি। এছাড়া গড়ে ১০০ বলের কম খেলে সেঞ্চুরি করেন রয়, ধাওয়ান, ওয়ারনার, গাপটিল, প্লেসিস। তাছাড়া গড়ে ১০০ বলের বেশি খেলে সেঞ্চুরি করেন রোহিত শর্মা, হাসিম আমলা, ম্যাকলয়েড, রস টেলর, জো রুট, অ্যারেন ফিঞ্চ, বাবর আজম, ইমাম উল হক।
একনজরে দেখুন শেষ তিনবছরের পরিসংখ্যান:-

অথচ তামিম ১২৫ বল খেলে সেঞ্চুরি করেন। অন্য সবার চেয়ে খুব বেশি বল খেলে সেঞ্চুরি করেন তামিম। আশাকরি বিশ্বকাপে সেঞ্চুরি করলে ১০০ এর আশেপাশে বল খেলেই সেঞ্চুরি করবেন তামিম ইকবাল।
Post a Comment