ব্যাট করছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশাল এক দেহের অধিকারী তিনি। নিজেকেই নাড়াতে যেন কষ্ট হচ্ছিল তার। কিন্তু পায়ে প্যাড লাগিয়ে, গ্লাভস হাতে যখন ব্যাট করতে নামলেন এবং সজোরে হাঁকালেন, তখন মনেই হলো না, এ ধরনের ক্রিকেট খেলতে তার শরীর বড় কোনো বাধা।
বলা হচ্ছে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কথা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রীতিমত ক্রিকেটার বনে গেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মিরপুরে আয়োজিত বিসিবি কর্মকর্তা একাদশ বনাম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশের মধ্যকার প্রীতি ম্যাচে খেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ব্যাট করছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।একপাশে যখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হয়ে মাঠে নেমেছিলেন প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, তখন অন্যপাশে বিসিবি কর্মকর্তা একাদশের হয়ে মাঠে নামার কথা ছিল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের; কিন্তু তারকা ক্রিকেটারদের ভিড়ে মাঠে নামার সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত জিততে পারেননি প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ম্যাচে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাদশকে ৫৯ রানে হারিয়েছে বিসিবি কর্মকর্তা একাদশ। তবে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে রেড়াচ্ছে।
Post a Comment