জাদেজা ও শেহবাগের ভোট পেলেন সাকিব, রাশিদরা

ছবিঃ সংগৃহীত
বোলিং আক্রমণের দিক থেকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে এগিয়ে রাখছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার অজয় জাদেজা।
সাকিব আল হাসান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেকদের মতো বিশ্ব মাতানো বোলারদের নিয়ে গড়া হায়দ্রাবাদ দলটি অন্যান্য যেকোনো দলের থেকে বেশি শক্তিশালী, বিশ্বাস এই ভারতীয়র। হায়দ্রাবাদের বোলিং আক্রমণ নিয়ে জাদেজা বলেছেন,
'হায়দ্রাবাদের মত বোলিং আইপিএলের কোনো দলের কাছে নেই। রাশিদ আছে, সাকিব আছে তাদের দলে। পেস বোলার আছে ভালো। তাদের বোলিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন নেই।'
এদিকে হায়দ্রাবাদের বোলিং আক্রমণকে এগিয়ে রেখেছেন আরেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও। সাবেক এই ওপেনারের বিশ্বাস এবারের আইপিএলে বোলিংয়ে সাফল্য পেলে শিরোপা জিততে পারবে হায়দ্রাবাদ। তাঁর ভাষায়, 'হায়দ্রাবাদের বোলিং ভালো হলে এবার ওরা চ্যাম্পিয়ন হবে।'
উল্লেখ্য গত আইপিএল আসরের রানার্স আপ দল ছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। সেবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে ৮ উইকেটে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া হয় তাদের। এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রবিবার মাঠে নামবে সাকিবদের দলটি। 
সানরাইজার্স হায়দ্রাবাদ স্কোয়াডঃ  
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, দীপক হুদা, মণীশ পান্ডে, থাঙ্গারাসু নটরজান, রিকি ভুই, সন্দীপ শর্মা, সিদ্ধার্থ কউল, শ্রীবৎস গোস্বামী, খলিল আহমেদ, ইউসুফ পাঠান, বিলি স্ট্যানলেক, মোহম্মদ নবী, সাকিব আল হাসান, অভিষেক শর্মা, বিজয় শঙ্কর, শাহবাজ নাদিম, বাসিল থাম্পি, জনি বেয়ারস্টো, ঋদ্ধিমান সাহা, মার্টিন গাপটিল।

No comments

Powered by Blogger.