নতুন ইনিংস শুরু করলেন সাব্বির

সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন ক্রিকেটার সাব্বির রহমান। নিউজিল্যান্ড সফরে গিয়ে করেন সেঞ্চুরি। নিউজিল্যান্ড থেকে ফিরে নতুন জীবনে পা রাখলেন সাব্বির। একেবারে ঘরোয়া পরিবেশে সেরে ফেললেন বিয়েটা। তাদের বিয়ের ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
জানা গেছে, শনিবার দুই পরিবারের উপস্থিতিতে তাদের আকদ অনুষ্ঠিত হয়। সাব্বিরের স্ত্রীর নাম অর্পা। তিনি উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাব্বির রহমানের অভিষেক হয় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন। এখন পর্যন্ত ১১টি টেস্ট, ৫৭টি ওয়ানডে ও ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাব্বির রহমান।
Post a Comment