আগামী মাসে খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান!

আগামী এপ্রিল মাসে ৩ ওয়ানডে এবং ২ টি তিনদিনেে টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তানে অনূর্ধ্ব-১৬ দল। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)।
তিন সপ্তাহের সফরে ২৫ এপ্রিল ঢাকার উদ্দেশে দেশ ছাড়বে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ২৯ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফরসূচি। ১৫ মে খুলনায় তৃতীয় একদিনের ম্যাচের মাধ্যমে শেষ হবে পাকিস্তানের ক্ষুদে ক্রিকেটারদের দলটির বাংলাদেশ সফর।
সফরকে সামনে রেখে বেশ আটঘাট বেঁধে কাজ করছে পিসিবি। আগামী ৩১ মার্চ থেকে লাহোরে ক্রিকেটাররা প্রস্তুতি শুরু করবেন। অস্ট্রেলিয়া সিরিজের দলে যারা ডাক পেয়েছিলেন তাদের থেকে বাছাইয়ের মাধ্যমে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ সফরের দল ঘোষণা করা হবে।
বয়সভত্তিক ক্রিকেটকে আরও মজবুত করার পাশাপাশি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে ভালো করার জন্যই অনূর্ধ্ব-১৬ দলের বাংলাদেশ সফরকে এত গুরুত্ব সহকারে দেখছে পিসিবি।
উল্লেখ্য, সিরিজের প্রথম তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ফতুল্লায়। এছাড়া বাকি ম্যাচগুলোর ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম।
এক নজরে সূচি
তারিখ—————-ম্যাচ————-ভেন্যু
২৯ এপ্রিল – ১ মে তিনদিনের ম্যাচ – ফতুল্লা
৫–৭ মে তিনদিনের ম্যাচ – খুলনা
১০ মে ১ম একদিনের ম্যাচ – খুলনা
১২ মে ২য় একদিনের ম্যাচ – খুলনা
১৫ মে ৩য় একদিনের ম্যাচ – খুলনা
Post a Comment