খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চায় না আইসিসি

ছবিঃ সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের ম্যাচ বাতিল করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছিল ভারত। যদিও এই প্রস্তাবে একেবারেই আস্থা রাখেননি আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।
খেলার সঙ্গে রাজনীতি মেশানো আইসিসির উদ্দেশ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এছাড়া নিয়ম অনুযায়ী কোন ম্যাচ বাতিল করে দেওয়াও সমীচীন মনে করছেন না তিনি। সোমবার দিন জানান,
'আইসিসির সব আসরে প্রত্যেকটি দল অংশগ্রহণের চুক্তি করে থাকে, যেখানে পরিষ্কার উল্লেখ আছে যে আসরে যে ম্যাচগুলোতে কোন দলের অংশগ্রহণ করার কথা সেখানে তাঁরা অংশগ্রহণ করবে।
'কোন দল যদি এই শর্ত ভঙ্গ করে থাকে তাহলে অপর দল পুর্ণাঙ্গ পয়েন্ট পাবে। আইসিসির উদ্দেশ্য খুবই পরিষ্কার। আমরা কখনোই খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না।'
উল্লেখ্য, পুলওয়ামাতে গত মাসের জঙ্গি হামলার জের ধরে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটি বয়কট করতে আইসিসির কাছে চিঠি দিয়েছিল ভারত।
যদিও সেই চিঠিটিতে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেনি তাঁরা। তবে আইসিসি যে ভারতের এমন উদ্যোগকে স্বাগত জানাবে না সেটা অনুমান করা যাচ্ছিলো আগে থেকেই।

No comments

Powered by Blogger.