‘ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে মনোবিদ নিয়োগ দেয়া হবে’

bcb-jpg-2
ক্রাইস্টচার্চ ফেরত ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে একজন মনোবিদ নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া টাইগারদের আয়ারল্যান্ড সফরের আগে সেখানে একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বোর্ড।

এদিকে, ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলা থেকে ক্রিকেটাররা রক্ষা পাওয়ায় বিসিবি বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

মুশফিকের বিমর্ষ চেহারাই আজ স্পষ্ট বলে দিয়েছে ক্রাইস্টচার্চের বিভীষিকাময় দুপুরটা মনে কতোটা দাগ কেটে গেছে! এখনো জীবন-মৃত্যুর মোহনায় ভেসে চলে দোদুল্যমান সেই দুঃসহ স্মৃতি। তবুও সেদিন ভাগ্যের আলিঙ্গনে রক্ষা পান তামিম-মুশফিকরা। ক্রিকেট বোর্ডের তাৎক্ষণিক সিদ্ধান্তে দেশে ফিরে আসে জাতীয় দল। ক্রিকেটাররা নিরাপদে দেশে ফেরায় তাই সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাতেই এই দোয়ার আয়োজন বিসিবির।

সামনেই বিশ্বকাপের মতো আসর রয়েছে। তাই দ্রুততম সময়ে বিপর্যস্ত দলটিকে স্বাভাবিক মানসিকতায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ থাকছেই। মেগা ইভেন্টকে সামনে রেখে এর প্রয়োজনীয়তা আরো গাঢ়ভাবে অনুধাবন করছে বিসিবি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, সামনে একটা ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে একজন মনোবিদ নিয়োগ দেয়া হয়েছে। খেলোয়াড়দের সাথে কিছু সময় কাটালে তাদের জন্য ভালো হবে।

ভবিষ্যতের যে কোনো সফরে সবচেয়ে আগে গুরুত্ব পাবে ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি, সেটা আগেই জানিয়েছে বোর্ড। সে ধারাবাহিকতায় মে'তে টাইগারদের আয়ারল্যান্ড সফরের আগে সেখানে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বিসিবি সভাপতি বলেন, ওদের উপরে ছাড়বো না, আমাদের নিজেদের থেকে নিশ্চিত হতে হবে নিরাপত্তা ব্যবস্থা কতটুকু রয়েছে। যে কোন দেশে টিম পাঠানোর আগে তাদের নিরাপত্তা প্ল্যানটা আগে পাঠাতে বলবো। নিরাপত্তা প্ল্যান দেখার জন্য আমরা একজন পাঠাবো, এরপর আমরা ক্রিকেট টিম পাঠাবো।

শুধু দেশের বাইরেই নয়, দেশের মাটিতে সিরিজ বা টুর্নামেন্টেও সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করতে চায় বিসিবি।

No comments

Powered by Blogger.