নিউজিল্যান্ড যাচ্ছেন না সাকিব


আঙ্গুলের ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় নিউজিল্যান্ড সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ থাকছে না সাকিব আল হাসানের। মার্চের ১৬ তারিখ ক্রাইস্টচার্চে সিরিজের শেষ টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
সাকিব আল হাসান বিপিএল ফাইনালে ব্যাট করার সময় আঙ্গুলে আঘাত পান। নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগেই ইনজুরির শিকার হয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি।
টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচেও ইনজুরির সাথে যুদ্ধ করে কাটিয়েছেন তিনি। মিরপুরে একাডেমীতে গত এক সপ্তাহ ধরে অনুশীলন করলেও ব্যাটে বলের লড়াইয়ের জন্য প্রস্তুত নন সাকিব।
ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, 'আমরা মেডিকেলের যে রিপোর্ট পেয়েছে তা হল, আগামী ২০ মার্চের আগে তিনি ফিরতে পারবেন না। তারপর তিনি ট্রেনিং করবেন। পরে দেখা যাবে তিনি কি অবস্থান থাকেন। তাই নিউজিল্যান্ডে তার যাওয়ার কোন সম্ভাবনাই নেই।'
সাকিবকে নিউজিল্যান্ড সিরিজে না পেলেও শেষ টেস্টে মুশফিকুর রহিমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী আকরাম খান।
‘মুশফিক রিকভারি করছে। তবে সে খেলবে কি না সেটা টেস্টে দুই তিন দিন আগে বলা যাবে। আমরা আশা করছি মুশফিক তৃতীয় টেস্টে খেলবে।’

No comments

Powered by Blogger.