বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে অভিভূত আইসিসি কর্তা


গত ২০ বছরে বাংলাদেশ ক্রিকেটের অভূতপূর্ব উন্নতিতে অবাক হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মিলনায়তনে এই কথা জানান এই আইসিসি কর্তা। 
বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জন করার আগে ১৯৯৮ বাংলাদেশে এসেছিলেন তিনি। এরপর দীর্ঘদিন বিরতি দিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিদের সাথেও আলাপ করেছেন তিনি।
'ঢাকা, বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে। বাংলাদেশে আমার প্রথম সফর ছিল ১৯৯৮ সালে, প্রায় ২০-২১ বছর আগের কথা। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি দেখে দারুণ লাগছে। বাংলাদেশ এখন বিশ্ব ক্রিকেটে সত্যিকারের দাপুটে দল হওয়ার পথে।'
একই অনুষ্ঠানে ক্যাম্পবেল জেমিসন আইসিসির প্রতিনিধি হিসেবে কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকলার সাথে পাঁচ বছরের চুক্তির অংশ হিসেবে নতুন ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে 'ইংল্যান্ড যাও স্টেডিয়াম মাতাও' নামক ক্যাম্পেইন চালু করছে আইসিসি ও কোকাকোলা।

No comments

Powered by Blogger.